Archives

অঙ্ক কবিতা

                                       অঙ্ক কবিতা

 

ggff

 

বাংলা ভাষায় অঙ্ক কবিতা নিয়ে উল্লেখযোগ্য কাজ করেছেন বিনয় মজুমদার। এছাড়া প্রভাত চৌধুরী ( নোটস অন ম্যাথমেটিক্স ) , রতন দাস , পিনাকী রঞ্জন সামন্ত -র লেখাতেও অঙ্ক কবিতার দেখা পাই । বাংলা ভাষায় এই প্রথম অঙ্ক কবিতা নিয়ে এইভাবে কাজ হচ্ছে। আপনিই লিখবেন সেই অঙ্ক কবিতা যা আগে হয় নি। পৃথিবীর অঙ্ক কবিতার ইতিহাসে একটা অধ্যায় লেখা থাকবে এই Bengali contribution on mathematical poetry শিরোনামে

Types of mathematical poetry

গণিত যদি বিষয় হিসেবে ,রূপক হিসেবে , অভিব্যক্তির মাধ্যম হিসেবে , যেকোনো রূপে , যে কোনো ভাবে কবিতায় ব্যবহৃত হয় , তাকে আমরা গাণিতিক কবিতা বলবো। গণিত যেমন কয়েকটি শাখায় বিভক্ত , গাণিতিক কবিতাও যে শাখা রচিত সেইভাবে বিভিন্ন রকমের হতে পারে • পাটীগাণিতিক কবিতা ( arithmetical poetry) • বীজগাণিতিক কবিতা ( algebraic poetry ) • জ্যামিতিক কবিতা(geometrical poetry) • ক্যালকুলাস কবিতা (calculus poetry) • পরিমিতিক কবিতা প্রভৃতি

এবং মিশ্র গাণিতিক কবিতা(mixed mathematical poetry ) , যেখানে একটি কবিতায় গণিতের একাধিক শাখার ধারণা একই সাথে ব্যবহার করা হয়। এর মধ্যে বাংলা ভাষায় এখনো অব্দি জ্যামিতিক কবিতা ও সম্ভাবনা কবিতা (probability poetry) বেশি লেখা হয়েছে। আশা করি, গণিতের অন্যান্য শাখাগুলি ভবিষ্যতে বাংলা কবিতার দিগন্ত আরো প্রসারিত করবে। …. গাণিতিক কবিতা লেখা হতে পারে
•আক্ষরিক কবিতা(lexical poetry) , অর্থাৎ কেবল মাত্র অক্ষর দিয়ে রচিত । এখানে গণিতের কনসেপ্ট ব্যবহৃত হয় কবিতার থিম হিসেবে, মেটাফর হিসেবে। কিন্তু কবিতাটি রচিত হবে অক্ষর দিয়েই ।
•সমীকরণ কবিতা (equational poetry) যেখানে একটি সমীকরণ দিয়ে কবিতাটি লেখা হবে।
•দৃশ্য কবিতা (visual poetry ) ভিস্যুয়াল পোয়েট্রি যা অঙ্কের বিষয় নিয়ে রচিত হবে।
•সংখ্যা কবিতা (number poetry ) যেখানে কবিতা প্রকাশ পাবে সংখ্যা দিয়ে।
•গ্রাফিক্যাল কবিতা (graphical poetry ), এখানে কবিতার মাধ্যম হবে গ্রাফ ।

এবং সংকর কবিতা ,( hybrid mathematical poetry ) যেখানে উপরের বিভাগগুলির এক বা একাধিক কনসেপ্ট ও টেকনিক ব্যবহৃত হবে।

Equational poetry , সমীকরণ কবিতা আমরা তাকেই বলবো , যখন একটি কবিতা লেখা হবে একটি সমীকরণের আকারে । হ্যাঁ কবিতা , কবিতাই । জ্ঞান নয় , ইয়ার্কি নয় , গিমিক নয় , কবিতাই । একটি সমান চিহ্নের দু পাশে রাশিগুলিকে এমন ভাবে সাজানো যেন দু পাশের সাম্য /সমতা থাকে তাকেই যদিও সমীকরণ বলে , তবুও মাঝের চিহ্নটি হতে পারে=, > . < , বা সমানুপাতিক বা অন্য যে কোনো কিছু যা দুপাশের মধ্যে সম্পর্ক সিগনিফাই করবে। এবং সংখ্যা, অক্ষর , শব্দ , বা বাক্য / বাক্যাংশ দু পাশে বসিয়ে রচিত হবে সমীকরণটি। না, কবিতা নয়, কবিতা রচিত হয় না, কবিতা থাকে কবির মস্তিষ্কে / অনুভবে , আর পড়ার পর তা পাঠকের মস্তিষ্কে/অনুভবে সংক্রামিত হয়। না , কবিতা নয়, আমরা ছাপার অক্ষরে এতোদিন যা কিছু পড়েছি তার একটিও কবিতা নয়। সেগুলি কবিতার ভাষারূপ মাত্র। কবিতা ছিল কবির মস্তিষ্কে / অনুভবে , তিনি তা ভাষায় প্রকাশ করেছিলেন মাত্র , আমরা তো ঐ ভাষারূপটিই পড়ি । সমীকরণ কবিতায় কবি তাঁর মস্তিষ্কে/অনুভবে জন্ম নেওয়া কবিতাটিকে সমীকরণে প্রকাশ করবেন , যেমন মেসি তাঁর পায়েব বলে , ম্যাগনাস কার্লসেন দাবার চালে , রঘু রাই তাঁর ফটোগ্রাফিতে , এ .আর রহমান তার মিউজিকে কবিতাকে প্রকাশ করেন । কবি ভাষায় প্রকাশ করুন বা অন্য মাধ্যমে তাতে কবিতার কিছু যায় আসে না। আর , আপনি তো কবি , আপনি সেই না-দেখাকে দেখতে পান , না-শোনাকে শুনতে পান , না-ছোঁওয়াকে স্পর্শ করেন , আপনি কবিতাকে প্রকাশের জন্য , যদি ভাষাকে না বেছে সমীকরণকে উপযুক্ত মনে করেন , সেই কবিতাটির জন্য যা আর অন্য কোনো উপায়ে ব্যক্ত করা সম্ভব নয়, তো , আপনি যদি , আপনার সেই অবসম্ভাবী কবিতাটি লেখেন সমীকরণে …..

সংখ্যা কবিতা বা number poetry হচ্ছে , অনেকের মতে , বিশুদ্ধতম গাণিতিক কবিতা। এখানে ভাষাগত উপাদান একেবারেই থাকে না।রাশি , সংখ্যা আর গাণিতিক চিহ্ন ব্যবহার করেই কবিতা প্রকাশ করা হয়। গণিতের অভ্যন্তরে যে ছন্দ , যে রূপক , যে লজিক তাই কবিতাটি ব্যক্ত করে। আমরা জানি যে , “pure mathematics is in its way poetry of logical ideas ” কবিতা আর মহাবিশ্ব সংখ্যা দিয়েই রচিত।

অনিন্দ্য রায়