লিউক ডেভিস

আবহাওয়া
লিউক ডেভিস
(জন্মঃ ১৯৬২ । সিডনি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো ।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ
   Four Plots for Magnets,
  Absolute Event Horizon,
  Totem anr Interferon Plasm
জনপ্রিয় চলচিত্ Candy তাঁর উপন্যাস ভিত্তি করে নির্মিত।
অস্ট্রেলিয়ার সাম্প্রতিক লেখালেখিতে উজ্জ্বল এই নাম।)
_____________________________________________________-
সোমবার

শ্বাস  আর স্বপ্ন তোমাকে  হতাশায় বাঁচিয়ে রাখে
নৃশংস  দিনের হাত-সওয়া হাওয়ায়
অবসাদে আর অলৌকিকের এই তো  প্রকাশ

মঙ্গলবার

ঘৃণা করো যেভাবে নিজেকে। পৃথিবী তো এইর’মই
পূর্ণ জলাধারে ডুবিয়ে রাখে তোমাকে
হ্যাঙারে শার্টর মতো ন্যাতানো তোমার কাঁধ

বুধবার

একটা বদল  । জলহাওয়া, তোমার মন তো নয়, মিলে যায়
ফাঁদের দুনিয়া আছড়ে পড়ছে অস্থিপিঞ্জরে
ফুটিফুটা ঝলমলে দিনে দুশ্চিন্তার ভাঁজ

বৃহস্পতিবার

যতটুকু ছোট্ট হওয়া যায় তুমি তাই
আর জাগতিক ত্রাসের গভীরতা থেকে
ঐ যে তুমি যেমনটি আজ

শুক্রবার

হৃদঘড়ির ঊনতরঙ্গ নিয়ে খেলা করছ
মেরুহাওয়ায়  প্রেতিনীর কান্না

মিলিয়ে যায়  মহাশূন্যের হিসহিসে

শনিবার

দূর তোমার চোখের আলোয়। কিছুই দেখতে পাচ্ছ না
চিনতে পারছ না দিগন্ত আর হারিয়ে ফেলেছ তাকেও
সে ঐ বসন্তদিন,তখন তুমি যে শরতে

রবিবার

জারুলের নীল দিন তোমাকে জানিয়েছে
সকল দিনই যায়। জাগো, দ্যাখো

সুনীল জারুল এইখানে  নষ্ট হয়ে যায়
                          অনুবাদঃ     ভাস্বতী গোস্বামী
                                             অনিন্দ্য রায়

আপনার মন্তব্য এখানে রাখুন