অভি সমাদ্দার

অভি সমাদ্দার

পীড়নসমূহ

দূরে ওই
সজলসেতুরেখা

দূরে ওই
বিজনগাঁদেশ

কোন এক
তল বিস্তার সুরে

ছলাৎপিছল
কথন মৃদুগুলির

ভাসানপ্রিয়
মর্মবধূটি

ক্রিং রাখছে
প্রলাপে, প্রলেপে

২.

মৃদু মন্দ                আতুর হাকিম হাঁটে

শরীরময়                বক্র রেখাপাত

নিটোলগুলি            ঝুটুন বেঁধে রাখে

সীবন আহা            সূঁচের বাজিমাৎ  !

চুপকিস্তি’র
এই মোরাম-জীবনী

প্রকৃতই মর্কটদের
ফুটো আধুলি

কিম্বা জটাজুটের
মোহন দরবেশ

শুধু তরলছায়াতলে

জোছন এলে
খোকন হয়ে শুই

অচল-সচল শব্দে লিখি

পীড়া !

আপনার মন্তব্য এখানে রাখুন