পার্থসারথি ভৌমিক

পার্থসারথি ভৌমিক

অসুর

সেনসেক্স যেখানেই থাক, কাশফুল আঁকছে গ্রাফ । 

ফেসটিভ মেঘে ফুটে উঠছে কৈলাস
পাথরের ধ্যান।
কুয়াশা মাখা ভ্রূ নিয়ে
মোষের পেট থেকে
মেরুণ ভিলেজ কিংবা মেট্রোপলিটন ; 
রঙিন প্যান্ডেল, আলো …

দেখতে দেখতে অসুর-ই হয়ে উঠছি তাহলে !

ফি–বছর একটা ত্রিশূল
আয়ু ভেদ করতে ক্রমশঃ এগিয়ে আসছে 
অথচ নন্দী-ভৃঙ্গী দেখে খুব হাসছি , খুব ।

পিরামিড

এমব্রয়ডারি খোপ থেকে উড়ে
তুষার শৃঙ্গে ব'সে গোল–এক নীতির স্মাইল; 
সূচ থেকে খসে যাওয়া হিমায়িত ঠোঁট
হিরে ঘিরে জল হয় ।  ফোয়ারার তালে নেচে ওঠে
বার্বি ডল-আর মুদ্রা ঝনাৎ;
জম্বুদ্বীপে সাগর–এর নিউ-লুক
ঢেউ থেকে
       ঢেউ থেকে
              ঢেউথেকে


মমি আই মমি এন মমি আর ...




বক্সিং

ফাইনাল রাউন্ড–এ ব্রহ্মা
ঝাপসা-সাদা দৃষ্টি মেললেন , 
দ্বি-সর্পিল সিঁড়ি ভেঙ্গে 
রিং–এর  ভেতর
নেমে এলো অম্ল স্বাদের মোটিফ ;
প্রতিপক্ষ-জিভের কমব্যাট
মিডাসের স্প্রিং-ছুট   সোনার হরিণ ।

কিউপিড–এর মুষ্টির আঘাতে
রাক্ষস লুটিয়ে পড়তেই
তিরিশ হাজার দর্শকের হাততালি ; 

রেফারি টমোলাস বাঁশিতে ফুঁ দিয়ে
বইয়ে দিলেন ত্রিমাত্রিক আপেল–এর সুর ।



















 

 

 

3 thoughts on “পার্থসারথি ভৌমিক

  1. কবিতা গুলি ভালো হয়েছে। তবে বক্সিং কবিতা টি বেশ ভালো লাগল।

    Like

আপনার মন্তব্য এখানে রাখুন