দীপ রায়

 

দীপ রায়

 

স্টিকিনোটগুচ্ছ

স্টিকিনোট ১৫

আরেকটু ভুল, হোক আরেকটু ভুল
কেই বা চেয়েছে বলো নিস্তেজ ছাই?
ঝড়ে পরে যত দিকভ্রান্ত
তাদের আয়না কি কখনো বাষ্পহীন হয়?

 

স্টিকিনোট ১৬

এক পৃথিবী হাসছে বড়
একই পৃথিবী কাঁদছেও তেমন
তুমি কোন দিক, আনাচকানাচ
মেঘের নিচে লালচে লবণ ?

স্টিকিনোট ১৭

যে মুহূর্তে পিছুটান ভুলে
আগে পা বাড়িয়েছো
পৃথিবীর কোনো এক কিচেনে
সসপ্যান উল্টে ফুটন্ত দুধ মেঝে ছুঁয়েছে

 

স্টিকিনোট ১৮

কিছু শূন্যে লাথি ও চেনা হাপিত্যেশ
খেলার মাঠে মাটি খুঁড়ে বিরহ-অভিযোগ
একটা বুড়ো ফুটবল আর পোষা বুট-জোড়া
রোজ স্বচ্ছন্দে মাপছে গোলপোস্টের তাড়না

 

স্টিকিনোট ১৯

দিগন্ত চিরে একটা হলুদ আয়না
দিগন্ত চিরে একটা মেঘলাজন্ম
আর নয় টান, নিচ্ছিদ্র সুতো
যা ইচ্ছে হয় তুমি তাইই সাজো

 

স্টিকিনোট ২০

হয়তো প্রবেশ নিষিদ্ধই থাকে
তবু জেনো স্মৃতি নেড়ে নিলে
খুঁজে পাবে কিছু নয়া পথ
ঘুনপোকার সমীকরণে

 

স্টিকিনোট ২১

তবু পথ…তবু পথের মোহে
শুকনো পদধ্বনি…হেঁটে যায় ইশারায়
বুকে বয়ে ডাকনাম
তুমি আজও প্রলয় দেখোনি…

 

আপনার মন্তব্য এখানে রাখুন