ভজন দত্ত

 ভজন দত্ত   

কুসুম কুসুম সন্ধ্যা

৮.

হাতের মুঠোয় মন কি বাত।মাথায় প্রথম কদম ফুল। দ্বিতীয়ার অপেক্ষায় কুসুম কুসুম সন্ধ্যা। পাথরের থালায় হবিষ্যি প্রতীক্ষা। পুনরায় দ্বাদশীতে চন্দ্রে কলা…

৯.

গৃহবাসী সকলি চক্ষু মুদিয়া দেওয়ালে লেখে তাহারা এক।তাহারা দুই…
মৃদুভাবে নরম ওল্টানো জীবনে। সব স্বর নিরুচ্চারণে থাকে মস্তিষ্কের গভীরে…

১০.

বারান্দার লিন টেলে সাদা সেলাই করা। প্রীতিতে কন্যার আশ্রম নিবাস ছবি। বলো, কি শৈলীতে বেঁধেছো পুটুলি!
স্মৃতির গিঁটও কি সৃষ্টিশীল নয়…

১১.

আতু-পুতু দুই ভাই।আচরণবিধিতে আঢাকা দুধ। নিমন্ত্রণ পায়নি কোনো বেড়াল। স্বস্তির শ্বাস জিরোয়…

অগ্নিময় মাঠ ও বরষার গল্প স্টেশনে স্টেশনে।
অনিঃশেষ ঝণ কোন জন্মের গানে!অনন্ত অনন্ত ঘাস শ্মশানে শ্মশানে…

১২.

ফ্যাসাদেরও স্বাদ থাকে।সব ঘাটে থাকে একটি পাথর। সেখানে পা ঘষা খেয়ে সাফ সুতরো হয়। ক্ষিদে পায়।ঘুম, বালিশ পায়।
পায় পায় পথ হলে, চলা থাকে। বিরতির বাঁশি থাকে কার ঠোঁটে…

১৩.

একদিন নিভৃতে স্থিতি- গতি পাশাপাশি বসে এসে।আলোড়িত হয়।আন্দোলনে ঢলে পড়ে এ  ও – র গায়। প্রাত্যহিক পোট্রোট রঙিন হয়।তুঙ্গ অবস্থায় মুছে ফেলে সব। পড়ে থাকে মঞ্চ,পোষাক, ইতি ও আদি। বাতাসে ধ্বনি ওঠে ভাগ – ভাগ- ভাগ…

১৪.

আয় নার ভেতরে প্রজাপতি উড়ছে, বাইরে দুটি অপেক্ষার ফুল।
পরাগরেণু কে ছুঁয়ে দেবে,
কে মেখে নেবে গায়…

১৫.

স্মরণীয়া গো, ঘুমপথ ছেড়ে জাগো,সোজা সাপটা  টানা মিঠাই গোপনে তারা কি উন্মুখ না মরিয়া কেউ কি জানে…

১৬.

কুসুম কুসুম সন্ধ্যা নামে, তবুও কেউ বলে গেল, বস অনন্ত। ধূম হয়ে আসে রোদ,কটা মুকুলে ফল হবে,
ভেবে কে দ্যায় জল রোজ!
তুমিও!

বারান্দায় শুকিয়ে রাখছো আমোদ…

 

আপনার মন্তব্য এখানে রাখুন