তপন মন্ডল

তপন মণ্ডল

ট্রেন

যে ট্রেনে আজ বাড়ি ফিরছি
সে ট্রেন বড়ো রহস্যময়
সে বয়ে নিয়ে যায়
মধ্যবিত্ত যন্ত্রণা
প্রেমিকের ইতিউতি
হকারদের হরবোলা
আমার না জানা রহস্য

বয়ে নিয়ে যাচ্ছি
মায়ের রোগ পরীক্ষার ফলাফল
এখনও জানা যায়নি
তার রোগের ক্ষয় কতটা গভীরতা পেল
তবু হরবোলা জীবনের ট্রেন
স্টেশন এলেই নামিয়ে দেবে
আমাদের সুখ দুঃখের কথা না ভেবে

 

জিরো পাওয়ার

চুইয়ে চুইয়ে পড়ছে আলো
জিরো পাওয়ারের বাল্ব থেকে

পতঙ্গগুলো পঙ্গু হতে হতে
নক্ষত্রের মতো
ছুটে আসছে
আধুনিক জীবাণু
রক্তে রক্তে ঢুকে পড়েছে

খিস্তি দিতে দিতে ছুটে যাচ্ছে
আমাদের জীবিকাকেন্দ্রিক ট্রেন
নেকড়ে চোখ লুফে নিচ্ছে
সামনে বসে থাকা যুবতীর সুখ

জিরো পাওয়ারের আলোয় চুরি হয়ে যাচ্ছে
আমাদের জীবন জীবিকা যুবতী

বাড়ছে দূরত্ব

আস্তে আস্তে ঘনত্ব কমছে বাড়ছে দূরত্ব

চোখের আড়ালে চলে যাচ্ছে চলন্ত গাড়ি
আমাদের আলিঙ্গনের তারিখ বদলেছে
খুঁজতে হবে বিগত বছরের দিনপঞ্জী
ঘাম মুছে ফেলা  বুদ্ধিমানের কাজ আজকাল
নোনতা জলে পিপাসা মেটায় না কেউ
নোনা জলে ছুটি কাটানোটা বিলাসিতা
তবে কাল মনে করে পতাকা তুলবে
মানে না বুঝলে চলন্ত ট্রেনে উঠে জানালার কাঁচ নামিয়ে দিও
পর্যটক 
প্রতিটি অন্ধকারের পর
যে আলো আসে
তাকে সূর্যোদয় বলে
জীবনের সূর্যোদয়ের কোনো
পর্যটককেন্দ্র হয় না
ধর্ষক  ১
তোমার ও ঠোঁটে আমি চুম্বন করি
ওতে কোনো রঙ দিও না
যারা তোমার শরীরকে পসরা ভাবে
তাদের প্রতিবাদের আগুনে পুড়িয়ে দাও
ধর্ষক কখনও প্রেমিক হয় না
ধর্ষক ২
ওই বুকের মধ্যেই রাখা আছে
একটি শিশুর বাঁচার রসদ
ওই যোনিদ্বারই তো লুকিয়ে থাকে
সৃষ্টির ইতিহাস
ওরে কামুক পিতৃত্বের পরিচয় নাও
ধর্ষকের নয়
নাভি
তোমার নাভির মধ্যে কুণ্ডলী থাকে
আমারও
তবু তোমার নাভি থেকে কাপড় সরলে
যৌনতা
আমি উন্মুক্ত নাভি নিয়ে ঘুরে বেড়াই

অধিকার

যে শিশুটি তখনও স্তনপান করছে
না পাওয়া অমৃতের বৃথা চেষ্টায়
সে জানে না তার মা মৃত
দুটো কামুক কেড়ে নিয়েছে

তার স্তনপানের অধিকার

শিশুমমি

শিশুমমি তৈরি হচ্ছে
অগণিত
কামনারা খেলা করছে
নো এন্ট্রি
ভিসা নিয়ে এরা চরাচর
সুখ বিলিয়ে
খেলামপাতি সব ঠোঁট
ঘষে ঘষে আগুন

শিশুমমি তৈরি হচ্ছে
ডাস্টবিন ভর্তি
রাস্তাতেও
শিশুরা
শিশুমমি
কি জারজ হয়

আচ্ছন্ন 
শরীর ভালো নেই
           মনও
কিভাবে দিন হয়
চারিদিক কুয়াশায় আচ্ছন্ন
ঘড়ির কাঁটা নিজের মতো চলে
বুঝলাম অনুভবে
“রাত পোহাতে ফর্সা হলো….”
শুধুই ছড়া
আর্টিস্ট 
চারিদিকে অজস্র বৃষ্টি ঝরে পড়ছে
গাছে পাতায় ফুলে ফুলে
ঘাসের ডগায় ডগায়
অজস্র ঘাম বিন্দু বিন্দু
জন্ম নিচ্ছে
কপালে বুকে শরীরে
একটা তুলি আর ক্যানভাস
একরাশ রঙ রাত্রির বুক
স্বপ্ন সুখ
বুকের মধ্যে খুঁজে নিচ্ছে
আঙুল
রঙ…. তুলি …
বৃষ্টি ….ঘাম….
সৃষ্টি

One thought on “তপন মন্ডল

  1. কবিতাডিহির সম্পাদকমণ্ডলীকে শুভেচ্ছা ও অভিনন্দন।

    মতামতের অপেক্ষায় রইলাম ।

    Like

আপনার মন্তব্য এখানে রাখুন