লিউক ডেভিস

লিউক ডেভিস

(জন্মঃ ১৯৬২ । সিডনি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো ।

উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ

   Four Plots for Magnets,

  Absolute Event Horizon,

  Totem and Interferon Plasm

 


জনপ্রিয় চলচিত্ Candy তাঁর উপন্যাস ভিত্তি করে নির্মিত।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক লেখালেখিতে উজ্জ্বল এই নাম।)

 


হিংসার ইতিহাস
•
নিসর্গচিত্রে
মাংস

মাংস সরে গেলে
নিসর্গ

প্রস্তরে
ইতিহাস ধুকপুক করছে

আমাদের ছাড়িয়ে,  আমাদের তলায় চুপ ক'রে
অভীপ্সার সেলাই

বৃষ্টিতে
ইরেজার এবং

হাওয়ার স্তম্ভে
আর লবনের স্তম্ভে-

স্মৃতির এলোমেলো
নেমে আসছে ভার

পাথরেরা ঈশ্বর মানে না

তাঁর বুকে
জড়ো হয় পৃথিবী

তাঁর রক্তাক্ত শ্বাসপাতের
আস্তরণে

ঈশ্বর মনে রাখতে পারেন না কিছু
কখনোই

-পারেন না
 চানও না-

তিনি মানসিকভাবে সুস্থ থাকেন এইভাবে




ছোটবেলার ভয়

একটা চৌমাথা।  ঝোপঝাড়
আর খাঁড়ি।  বাবা আর আমি
একটা দুষ্টু তিতির টোকা মেরেই ফুড়ুৎ
ওর খোঁজে ঝরনার কিনার অব্দি যাই
প্রতিশোধে।

বিকেল ফুরিয়ে আসে। কালো পাখিটি   যায় উড়ে ।
আমার কান্নাও থেমে এল। আমার হাত ধরে বাবা
ঢিল ছুঁড়ছে ফাঁকা গাছপালায়
"হুশ হুশ" চীৎকার করছে
সেই অভিনয় দেখে  ভালবেসে ফেলি বাবাকে আমার

                  অনুবাদঃ    ভাস্বতী গোস্বামী
                               অনিন্দ্য রায়

আপনার মন্তব্য এখানে রাখুন